রবিবার | ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ রজব, ১৪৪৭ হিজরি | ১৩ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:১৪

রবিবার | ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ রজব, ১৪৪৭ হিজরি | ১৩ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | রাত ৯:১৪

মানব চোরাচালানের অন্যতম রুট মহেশপুর সীমান্ত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০২ অপরাহ্ণ
  • বিকাল ১৫:৪২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:২২ অপরাহ্ণ
  • রাত ১৮:৪১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৮ পূর্বাহ্ণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ অবৈধ সীমান্ত পারাপারের নিরাপদ রুট হিসাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্তকে বেছে নিয়েছে মানব চোরাচালানকারী সিন্ডিকেটের সদস্যরা। সীমান্ত রক্ষাকারী ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ধূর পাচারের নামে অন্যতম ও নিরাপদ সীমান্ত হিসাবে এই সীমান্তকে বেছে নিয়েছে তারা। যার কারণে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ এই সীমান্ত দিয়ে পারাপার হয়।

প্রতিদিন একাধিক নারী-পুরুষ এই সীমান্ত দিয়ে পারাপার হচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়,মহেশপুর উপজেলায় বড় ধরণের একটি মানব চোরাচালানের সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারাই নিয়ন্ত্রন করছেন মহেশপুর সীমান্ত।

এদের মধ্যে বেনাপোলের মেহেদী ওরফে মিঠু(৪০), লিটন(৩৫), রাজু(৪০)পুটখালি বেনাপোল,মুক্তার(৩৫),জলুলী গ্রামের বাবুল (৪০),মিঠু(৪০),ইসমাইল(৩০),সাদ্দাম(৩৫), বশির উদ্দিন(৩৫) (৩৫),সামুদ (৩০),ওকিমেল (৪০),মুন্তা (৩৫),আলীম(৩০),হাপী মৃদ্ধে(৩০),মাসুদ(৩০),পাথরা গ্রামের ছালাম(৩৫),বাশার(৩০),পাতিবিলা গ্রামের ইমরান(২৩),রিংকু(২২),সামন্তা ডালভাঙ্গার ইন্তা(৪০), বাগদিরআইটের জাহাঙ্গীর(৩৫), টিটো(৩০), লিটন(৩০), হাদি(৩৫)বাঘাডাঙ্গা সহ শতাধিক ব্যক্তির সংঘ্যবদ্ধ একটি অবৈধ্য মানব চোরাচালান সিন্ডিকেট রয়েছে। মাঝে মধ্যে ধূরসহ দালালরা আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হলেও তারা আইনের ফাঁক-ফোঁকড় দিয়ে বেরিয়ে এসে একই কাজে লিপ্ত হয়। নামপ্রকাশে অনিচ্ছুক ধূর পাচারের এক লাইনম্যান জানায়,এই ব্যবসায় রয়েছে বড় ধরণের একটি শক্তিশালী সিন্ডিকেট। সে কারনে সারাদেশ থেকে আসা নারী পুরুষেরা প্রথমে বেনাপোল লাইন ম্যানরা আমাদের(মহেশপুরের লাইনম্যান) লোকদের সাথে যোগাযোগ করে।

তারা আবার মহেশপুরে যোগাযোগ করে বেনাপোল থেকে যশোরের গাড়িতে উঠিয়ে দিয়ে আমাদের নাম্বার ও ঠিকানা দিয়ে দেয়। আমরা যশোর অথবা কালিগঞ্জ থেকে রিসিভ করে সিএনজিতে মহেশপুর সীমান্তে নিয়ে আসি। পরে সুবিধা মত সময়ে যে কোন সীমান্ত দিয়ে পার করে দেই। তারা আরও বলেন,জোন হাজিরা হিসাবে ভাড়া-খাওয়া বাদ দিয়ে প্রতিদিন তারা পান ৫০০-৭০০ টাকা।

আর বেনাপোল থেকে সীমান্ত পার হওয়ার আগ পর্যন্ত মাথা পিছু নারী-পুরুষদেরকে গুনতে হয় ১৫-২০ হাজার টাকা। মানবপাচার নিয়ে কাজ করে এমন একটি সংস্থার প্রতিনিধি আব্দুর রহমান জানান, এই সীমান্তে দালালরা সক্রিয় এবং লাভজনক ব্যবসা হওয়ায় মানব চোরাচালান বন্ধ হচ্ছে না। সরকারি সংস্থাগুলো একযোগে কাজ করলে অনেকটা সফলতা আসবে বলে মনে করি। তিনি আরো বলেন, এই সীমান্তে পাচার হওয়ার সময় নারীরা দালালদের হাতে নির্যাতনের শিকার হয় যা বন্ধ হওয়া জরুরী। ইতিমধ্যে মহেশপুর থানায় মানবপাচার আইনে একাধিক মামলা হয়েছে। ৫৮বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহীন আজাদ এ বিষয়ে বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবি অবৈধ পারাপার রুখতে সবসময় টহল জোরদার রেখেছে। দালাল চক্র আটক হলেও আদালত থেকে বেরিয়ে এসে পুনরায় একই কাজ করছে। এই চক্রকে দমন করতে বিজিবি সর্বদা সক্রিয় রয়েছে।

তবে মানব চোরালান যা হয়ে থাকে আটক তার সীমিত। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, ধূর পাচারকারী দালাল চক্রকে রুখতে পুলিশ বদ্ধ পরিকর। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর ৩৪ ধারায় পাচারকারী সহায়তাকারী(দালাল) চক্রের বিরুদ্ধে মামলা রঞ্জু করা হয়েছে। উল্লেখ্য, গত ৬মাসে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবি’র হাতে ২৫০ জন আটক হয়। এরমধ্যে নারী ৯১জন, পুরুষ ৯৩জন, শিশু ৬৩ জন। এছাড়া মানব চোরাচালানে সহায়তাকারী দালাল চক্রের সদস্য রয়েছে ৩ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।  সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মার্চপাস্ট ও জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০২ অপরাহ্ণ
  • বিকাল ১৫:৪২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:২২ অপরাহ্ণ
  • রাত ১৮:৪১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৮ পূর্বাহ্ণ