রবিউল ইসলাম রেজা, কবি নজরুল কলেজ প্রতিনিধি:
ঢাকা শহরের পথশিশু, এতিম ছাত্র, রিকসাওয়ালা ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে “সাত কলেজ ব্লাড অর্গানাইজেশন” নামে একটি সংগঠন
একবেলা রুটি এবং গোস্ত বিতরণের মাধ্যমে
১৭ই নভেম্বর দিনটিকে ৩য় বারের মত রুটি দিবস হিসেবে পালন করেন।
প্রতিবছরের ন্যায় এবছরও ঢাকার ৫টি অবস্থানে
প্রায় ১শতাধিক পথশিশু, ৩ শতাধিক এতিম মাদ্রাসার ছাত্র, ১শতাধিক রিকশা চালক এবং ১ শতাধিক রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করা অসহায় মানুষের মধ্যে ভোর ৭ঃ৩০ মিনিট থেকে প্রায় ২ হাজার পিচ রুটি এবং প্রায় ৩৫ কেজি রান্না করা মুরগির মাংস বিতরণ করেন।
সংগঠনের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী গত একসপ্তাহ যাবত নিরলসভাবে পরিশ্রম করে আজকের দিবসটি সফল ভাবে সম্পন্ন করেন।
দারুল কুরআন ওয়াস সুন্নাহ কাজীপুরী মাদ্রাসা-মিরপুর-১,খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স-কেরানীগঞ্জ, সোহরাওয়ার্দ উদ্যান-শাহবাগ, জাতীয় শহীদ মিনার-ঢাকা এবং রমনা পার্ক এলাকায় এই রুটি এবং মাংস বিতরণ করা হয়।
রক্তদান সহ গরীব এবং অসহায়দের মাঝে বিত্তবানদের খাবার বিতরণে উৎসাহী করতে সংগঠনের সভাপতি একেএম শাকিল ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারী তাদের সংগঠন প্রতিষ্ঠা করেন।
তারই প্রেক্ষিতে সংগঠনটি ১৭ই নভেম্বর রুটি দিবসে এরকম আয়োজন করেন।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা একেএম শাকিল প্রেজেন্ট নিউজ কে জানান- বেশিরভাগ শিক্ষার্থীদের অনুদানে সংগঠনের ফান্ড হয়ে থাকে। যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকার বাহিরে এই দিবস উদযাপন করতে পারি না। তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো একদিন গ্রাম পর্যন্ত অসহায় মানুষদের নিয়ে এই দিবস পালন করবো।
সংগঠনটির রুটি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন- এবছর দ্রব্যের মূল্য অত্যধিক বৃদ্ধির কারনে প্রায় ৬০০ জনের মধ্যে আয়োজন সীমাবদ্ধ রাখতে হয়েছে। তবুও আমরা গতবছরের থেকে এবছর ১০০ প্যাকেট বেশি আয়োজন করেছি।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হাত হোসেন বলেন- শহরের বিত্তশালীরা যদি পাশে দাঁড়ান তবে আগামীতে এই দিবসটি আরো বিশাল পরিসরে উদযাপন করা যাবে এবং অন্যদের মানবিক কাজে উৎসাহিত করা যাবে।
অসহায় মানুষ গুলো একবেলা রুটির সাথে গোস্ত খাবার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পথচারীদের মধ্যে অনেকেই সাত কলেজ ব্লাড অর্গানাইজেশন এর এই কাজের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন।
আর.আই/
4 thoughts on “রুটি দিবসে ভিন্নধর্মী আয়োজন”
মাশাল্লাহ ভালো আয়োজন, আমার পক্ষ “বাঁধন”
থেকে বাঁধন সংগঠনের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
মাশাল্লাহ ভালো আয়োজন, আমার পক্ষ থেকে “বাঁধন” সংগঠনের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
এগিয়ে যাক,”রক্ত দাতাদের সংগঠন”সাংবাদিক রবিউল ইসলামের জন্য দোয়া রইলো।
এগিয়ে যাক,রক্ত দাতাদের সংগঠন
সাংবাদিক রবিউল ইসলামের জন্য দোয়া রইলো।