‘আগামী ৫ জানুয়ারি কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবেন না। ভোটটা ভালোয় ভালোয় নৌকায় দিয়ে আসবেন। এর অন্যথা হলে ঘরবাড়িতে থাকতে পারবেন না। যারা নৌকায় ভোট দেবেন না, তাদেরকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’ ভোটারদেরকে এভাবেই হুমকি দিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডল।
হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে এমন বক্তব্য দিয়েছেন মিলন মণ্ডল। তার এসব কথার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে নেটিজেনরা তীব্র সমালোচনা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার বেশ কয়েকজন ভোটার বলছেন, এমন হুমকির পর ভোটগ্রহণের কোনো মানেই হয় না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন যদি অভিযুক্ত ব্যক্তিকে আটক কিংবা তার বিরুদ্ধে কেনো আইনি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাধারণ ভোটাররা কেন্দ্রে যাবে না।
ভাইরাল হওয়া প্রায় ৪ মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি নির্বাচনী সভায় বসে আছেন নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী শম্পা মাহমুদ। সেখানে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডলও ছিলেন। তার এমন বক্তব্যে দলীয় নেতাকর্মীরাও বিব্রত বলে জানা গেছে।






