বাংলাদেশের জন্য সুখবর। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ২০ বছর পর এই ইভেন্টের ফের সহআয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ওইবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল তারা। ২০৩১ সালে ভারতের সঙ্গে বাংলাদেশ আয়োজন করবে ১৫তম আসর।
২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। ওইবার কোয়ার্টার ফাইনালসহ ৮টি ম্যাচ হয়েছিল বাংলাদেশে। যেহেতু দুটি দেশই এবার বিশ্বকাপ আয়োজন করবে, সেহেতু এবার বেশি ম্যাচই দেশে হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ একাই আয়োজন করেছিল বাংলাদেশ।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত পুরুষদের সীমিত ওভারের সব আইসিসি ইভেন্টের আয়োজক দেশের নাম প্রকাশ করেছে। এই আট বছরে ১৪টি দেশ আয়োজকের ভূমিকায় থাকবে, তার মধ্যে ১১ দেশ পূর্ণ সদস্য আর তিনটি সহযোগী সদস্য। দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি হবে এই সময়ের মধ্যে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন জায়গায় হচ্ছে, যেখানে আগে কখনো হয়নি কোনো বৈশ্বিক ক্রিকেট। ওই বছর জুনে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেটকে অন্তর্ভুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে আমেরিকার মাটিতে আয়োজন করা হবে এই আসর। অবশ্য তাদের সঙ্গে যৌথভাবে এই ইভেন্ট আয়োজনে থাকছে ওয়েস্ট ইন্ডিজ।
আট মাস পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি। ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার পাকিস্তানে বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হতে যাচ্ছে এটি। ওইবার তাদের সহআয়োজক ছিল ভারত, শ্রীলঙ্কা।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। পরের বছর অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন হবে তিন দেশ- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ২০০৩ সালে শেষবার এই ইভেন্ট আয়োজন করলেও নামিবিয়ার অভিজ্ঞতা হবে প্রথমবার।
২০২৮ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তাসমান সাগরপাড়ের দুই প্রতিদ্বন্দ্বী ও গেল আসরের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে। ১২ মাস পর ভারত আয়োজন করবে চ্যাম্পিয়নস ট্রফি।
২০৩০ সালের জুনে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। ১৯৯৯ সালের পর প্রথমবার আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড বড় কোনো বৈশ্বিক ক্রিকেট ইভেন্টের আয়োজক হবে।
এই প্রকাশিত সূচির শেষ ইভেন্ট হবে ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে। ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও বাংলাদেশ।