বিশ্বব্যাংক আফগানিস্তানের ট্রাস্ট তহবিলে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং পারিবারিক কর্মসূচির জন্য প্রায় এক বিলিয়ন ডলার ছাড়ের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। দেশটির ক্রমবর্ধমান মানবিক ও অর্থনৈতিক সঙ্কট কমানোর প্রচেষ্টাকে উৎসাহিত করতে এ অনুমোদন দেওয়া হয়েছে। এসবিএস নিউজ।
গতকাল শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, জাতিসংঘ বিশ্বব্যাংকের মাধ্যমে আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ডে এ অর্থ দেবে। তবে নিষেধাজ্ঞা থাকায় তালেবান প্রশাসন নিজ হাতে এ অর্থ ব্যবহার করতে পারবে না। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, আগামী ১ মার্চ বিশ্বব্যাংকের বোর্ড এ নিয়ে আলোচনায় বসবে।
গত কয়েক মাসে আফগানিস্তানে পুষ্টি ও স্বাস্থ্য সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফকে একই ট্রাস্ট তহবিল থেকে ২৮০ মিলিয়ন ডলার সফলভাবে বিতরণ করা হয়েছে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, পরিকল্পনাটির অংশ হিসেবে চলতি ২০২২ সালে ওই ফান্ডের সম্পদে ১ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে।
পরিকল্পনার লক্ষ্য হল, মোট ৬০০ মিলিয়ন ডলার করে চারটি কিস্তি বিতরণ করা হবে এবং বাকিটা বছরের অন্য সময়ের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ করা হবে। বিশ্বব্যাংকের তথ্যমতে, ফান্ডের উদ্দেশ্য হল- দুর্বলদের রক্ষা করা, মানব পুঁজি এবং মূল অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণ করা এবং ভবিষ্যতের মানবিক সহায়তার প্রয়োজনীয়তা হ্রাস করা।
বিশ্বব্যাংক খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমে ওই তহবিল ব্যবহার করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে আফগানিস্তানের জনগণকে শীত থেকে বাঁচতে সাহায্য করার জন্য তহবিলে অবশিষ্ট ১ দশমিক ২ বিলিয়ন ডলার ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
জাতিসংঘ সতর্ক করেছে, প্রায় ২৩ মিলিয়ন মানুষ, যা দরিদ্র দেশের জনসংখ্যার প্রায় ৫৫ শতাংশ, তারা চরম মাত্রার ক্ষুধার সম্মুখীন। আর প্রায় ৯ মিলিয়ন ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলার রিজার্ভ, বিশ্বব্যাংকের ট্রাস্ট ফান্ড এবং বিদেশি আর্থিক সহায়তা স্থগিত করা হয়েছিল। ইসলামপন্থী দল তালেবান গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে।






