সিলেট সহ আরো বেশ কয়েকটি জেলার বানভাসি মানুষের সহযোগিতার জন্য নগদ অর্থ কালেকশন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীলগন। আজ ২০ জুন রোজ সোমবার বিকাল ৫ টায় বাদ আসর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে নতুন বাজারে সিলেটের বানভাসি মানুষের জন্য নগদ অর্থ কালেকশন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাঈম বিন জামশেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ সিরাজীর সঞ্চালনায় নগদ অর্থ কালেকশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক শফিকুল ইসলাম। এসময় নগর সভাপতি নাঈম বিন জামশেদ সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে দেশের সকল শ্রেণীর মানুষ ও বিত্তবান বেক্তিদের আহবান জানান। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতায় বরাদ্দ বাড়িয়ে দ্রুত নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা গ্রহন করতে বলেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারকে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহন করার আহবান জানান।
বক্তব্য শেষে তিনি বলেন, সিলেটে বন্যার শুরু থেকেই সিলেটের স্থানীয় ছাত্র আন্দোলন নেতারা সেখানে সহযোগিতা করে যাচ্ছে। কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের নেতৃত্বে কয়েকটি টিম রাত-দিন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। যতদিন পর্যন্ত দুর্যোগ থাকবে ততদিন পর্যন্ত ত্রান-সাহায্য কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। বানভাসি মানুষের সহযোগিতার জন্য নগদ অর্থ কালেকশনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক, অর্থ ও কল্যাণ সম্পাদক সহ নগর ও থানা নেতৃবৃন্দ।