৩৮ রানের জয়ে ২০ বছরের অপেক্ষা ফুরোল বাংলাদেশের।
২০ বছর। ১৯ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে প্রথম ম্যাচের পর থেকে প্রথম জয়টি পেতে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষা ফুরোল অবশেষে। সময়ের হিসেবে সে অপেক্ষা ছিল ২০ বছরের, ম্যাচের হিসেবে ১৯টি।
২০২২ সালের ১৯ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে সেঞ্চুরিয়নে ঐতিহাসিক জয় পেয়েছে তামিম ইকবালের দল। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডকে মাউন্ট মঙ্গানুই টেস্টে হারিয়ে প্রায় ২০ বছরের খরা কাটিয়েছিল বাংলাদেশ। এবার কাটল দক্ষিণ আফ্রিকাতেও।






