নুর আলম খান, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার বালিনগর গ্রামে গ্রীনলাইট সমাজ কল্যাণ সংঘ’র উদ্যোগে মাহে রমজানের স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত মুসল্লিবৃন্দ আহলান সাহলান মাহে রমজান, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে,দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন।
এতে গ্রামবাসী ও রাস্তার মানুষের দৃষ্টি কাড়ে। একপর্যায়ে মিছিলটি বালিনগর জামে মসজিদ থেকে ভৈরবা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক প্রতীক্ষার পর আমাদের মাঝে রমজান মাস আগমন করেছে, আমরা সকলে রমজানের সম্মানার্থে দিনের বেলা খাওয়া-দাওয়া ও অশ্লীল কাজ ইত্যাদি পরিহার করে চলবো এবং তাকওয়া অর্জনের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিব।
সংগঠনটির সভাপতি মুহাম্মদ নুর আলম বলেন,আমরা সামাজিক ও ধর্মীয় কাজ করে যাচ্ছি,তারই অংশ হিসেবে আমাদের ধর্মীয় চেতনা বোধ থেকে আজকের এই আয়োজন। আমরা আগামীতে ইফতার মাহফিলও করব।
স্বাগত র্যালিটি পরিচালনা করেন প্রেজেন্ট নিউজের ঝিনাইদহ প্রতিনিধিঃ মুহাম্মদ নুর আলম খান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান সহ একাধিক নেতৃবৃন্দ।
এন.এইচ/