সাহিদ হাসান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় : গাছে গাছে নতুন ফুল, পাতা আর কোকিলের কুহু কুহু ডাকই বসন্তের আগমনী বর্তার জানান দিচ্ছে। বসন্তের রঙ্গে নিজেদের রাঙিয়ে নিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ করে নিয়েছে।
বসন্ত বরণ উপলক্ষে বিভাগের শিক্ষার্থীরা আগের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাস প্রাঙ্গণে আলপনা অঙ্কন করেন।
১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে শিক্ষার্থীরা বাহারি পিঠার সমাহারে স্টল সাজায়। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন।
এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা স্টলে পিঠা দেখতে ও খেতে ভীড় করেন। এসময় শিক্ষার্থীরা নাচ,গানে মেতে উঠেন।
বসন্ত বরণ ও পিঠা উৎসব নিয়ে জানতে চাইলে জার্নালিজম বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস স্বর্ণা বলেন, চিরায়ত বাঙালী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বসন্ত বরণ ও পিঠা উৎসব। অনুষ্ঠানটি উৎসবমুখর করতে আমাদের বিভাগের পক্ষ থেকে পিঠার স্টল দেওয়া হয়েছে। যেখানে ১৬-২০ রকমের পিঠা ছিল। এখানে ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত পিঠা বিক্রি করা হয়েছে।
বসন্ত বরণ ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন জার্নালিজম বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক ছালমা জান্নাত ঊর্মি, প্রভাষক রমজান আলী, মো. সাজ্জাদ হোসেন এবং মুহাম্মদ রাকিব হোসাইন।





