কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং ভারতীয় মুসলিমদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ভারতে মুসলিমদের টার্গেট করে সহিংসতার ছবি, ভিডিও দেখে আমি অত্যন্ত উদ্বিগ্ন। মোদি সরকারকে মুসলিম বিরোধী মনোভাব পোষণ বন্ধ করতে হবে। অবশ্যই মানবাধিকার রক্ষা করতে হবে। কানাডাকে সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক টুইটা বার্তায় তিনি এসব কথা বলেন।
ভারতীয় বংশোদ্ভূত জগমিত সিং কানাডার জাস্টিন ট্রুডো সরকারের গুরুত্বপূর্ণ মিত্রদলের নেতা। গত নির্বাচনে জগমিত সিংয়ের দল ২৪টি আসন জিতেছিল এবং তিনি কিংমেকারের ভূমিকায় ছিলেন।
ভারত ২০১৩ সালের ডিসেম্বরে জগমিত সিংকে অমৃতসরে যাওয়ার জন্য ভিসা দেয়নি। পাঞ্জাবের বারনালা জেলার থিকরিওয়াল গ্রামের সঙ্গে জগমিত সিংয়ের শিকড় জড়িত। তার পরিবার ১৯৯৩ সালে কানাডায় স্থানান্তরিত হয়েছিল। ভারতে ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা নিয়ে জগমীত সর্বদা সোচ্চার ছিলেন। তিনি ১৯৮৪ সালের দাঙ্গাকে রাষ্ট্রীয় মদদপুষ্ট দাঙ্গা বলে অভিহিত করেন।
এন.এইচ/