মো সাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা। বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের নওজোয়ান মাঠের পূর্ব গেটে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের হাজারো মা-বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও আমরা দেখতেছি মা বনের ইজ্জত দিতে হচ্ছে। এদেশের জনগণের জীবনের নিরাপত্তা নাই, ভোটাধিকার হরন করা হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাড়ি গিয়ে ভাংচুর চালানো হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মারধর ও হুমকি দেওয়া হচ্ছে।
তারা আরো বলেন এসব এসব খুন, গুম, ধর্ষণ বন্ধ না করলে এদেশের জনগণ পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে কঠোর আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণের অধিকার ফিরিয়ে আনবে। পরিশেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলার সভাপতি মুহা আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা সাধারণ সম্পাদক মুহা শহিদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নওগাঁ জেলার সহ-সভাপতি মোহাম্মদ ফরহাদ আলম, সাধারণ সম্পাদক মুহা আব্দুস সোবহান, ইসলামী যুব আন্দোলন নওগাঁ জেলার সাধারণ সম্পাদক মুহা ইয়ানুর হোসাইনসহ থানা ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।