মো সাহিদ হাসান:
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় র্যালি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর ছাত্র ।
র্যালি শেষে বক্তারা বলেন স্বাধীনতার পঞ্চাস বছর হলেও এদেশের মানুষ স্বাধীনতা পায়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও এদেশের জনগণ ভোটাধিকার হারিয়ে,জীবনের নিরাপত্তা হারিয়েছে। এদেশের সরকার জনগণের মনের কথা বুঝতে ব্যর্থ হয়েছে সুতরাং তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
সকাল 10 টায় আইএবি রাজশাহী জেলা কার্যালয় থেকে র্যালি বের হয়ে রাজশাহীর নিউ মার্কেট হয়ে জিরো পয়েন্ট এলাকা দিয়ে নগরভবন হয়ে রাজশাহীর রেলগেটে এসে শহীদদের জন্য দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।
রাজশাহী জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত বিজয়া র্যালীতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সহ-সভাপতি ফয়সাল হোসেন মনির,সাধারণ সম্পাদক মো তারিফ উদ্দীন। ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলার সভাপতি হা মাও মুরশিদ আলম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাজশাহী জেলার সভাপতি মুহা জহুরুল হক, সাধারণ সম্পাদক মুহা পারভেজ আকন্দ, ইশা ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের সভাপতি মো ইসাহাক হোসেনসহ দলের নেতাকর্মীরা।