কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং আলহাইয়াতুল উলিয়া ঘোষিত টিকাদান কর্মসূচি সার়া বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে চলছে।
এরই ধারাবাহিকতায় বেফাক ঘোষিত কেন্দ্র আশরাফুল উলুম মাদ্রাসা কুষ্টিয়ায় আজ সকাল ১০ ঘটিকা হতে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে টিকা গ্রহণ করেছে প্রায় ৭৫০ জন ছাত্র।
ইতিপূর্বে যে সকল ছাত্র দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে তাদেরকে টিকার কার্ড প্রদান করা হয়েছে। যারা হিফজ, কিতাব, কিরাত বিভাগে অধ্যায়নরত ছাত্র।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, সকল ছাত্রকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে এবং যারা বাদ পড়েছে তাদেরও টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।