রাজধানী উত্তরায় সরকারি পাঠ্য বই কেজি দরে বিক্রয় করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ৬ নং সেক্টরের ২নং রোডে অবস্থিত মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়ার বিরুদ্ধে।
গত ৫ জানুয়ারী’২৪ শুক্রবারে ভাই ভাই এন্টারপ্রাইজ ভাঙ্গাড়ি দোকানে ২৮ টাকা কেজি দরে ৫১২ কেজি সরকারি পাঠ্য বই বিক্রি করে টাকা আত্বস্বাৎ করেছে মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়ার কর্তৃপক্ষ।
এবিষয়ে জানতে মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়ার পরিচালক আবু সালেহ রহমানীকে ফোন করা হলে তিনি বলেন, গত শিক্ষাবর্ষের
পূরনো বই ছিল সেগুলো বিক্রি করেছে বলে তিনি কল কেটে দেন।
এব্যাপারে ঢাকা জেলা শিক্ষা অফিসার আব্দুল মাজিদ বলেন, আমাদের বই বিক্রি করার কোনো আদেশ নেই, আমাদের ২০২১ সাল পর্যন্ত যে বই ছিলো সেগুলি আমরা সরকারি টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছি।
আর সরকারি বই কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিক্রি করতে পারবেনা, কেউ বিক্রি করে থাকলে সে দণ্ডনীয় অপরাধ করেছে, সরকারি কমিটি আছে তারা শুধু এই বই বিক্রি করতে পারবে।
এই শিক্ষা কর্মকর্তা আরো জানান, যেই প্রতিষ্ঠান এই সরকারি পাঠ্য বই বিক্রি করেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে উত্তরা মাধ্যমিক শিক্ষা অফিসার শম্পা ইয়াসমিন বলেন, সরকারি বই বিক্রির কোনো সুযোগ নেই শিক্ষা প্রতিষ্ঠানের, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বলে জানান তিনি।