মুহাম্মাদ বেলাল হুসাইন, নোয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধি:
আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলার ৯ টি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে চেয়ারম্যান প্রার্থীগণ দলীয় মনোনয়ন পাওয়ার পর গত ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেন। অতপর সকল পর্যবেক্ষণের পর আজ ২৯ নভেম্বর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আবদুল মুকিত।
মনোনয়ন বৈধতা পেয়েছে যাদের-
১ নং চরমটুয়া – হাফেজ মাহমুদুল হাসান
২নং দাদপুর- মাও. আবদুল ওহাব
৪নং কাদির হানিফ- মাও. আনোয়ার হোসাইন
১০ নং অশ্বদিয়া- মাও. আনোয়ার হোসাইন
১১ নং নেয়াজপুর- মাও. ওমর ফারুক
৯ নং কালাদরাপ – মাও. আবুল বাশার
৮ নং এওজবালিয়া- হাফেজ আহম্মদ
১৯ নং পূর্ব চরমটুয়া – মাও. ওমর ফারুক নূরী
২০ নং আন্ডারচর – মু. আবদুল করীম।
প্রার্থীরা জানান নির্বাচন সুস্থ হলে তারা সকালে আশাবাদী।