পবিত্র উমরাহ পালন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। এসময় তুর্কী প্রেসিডেন্টের সম্মানার্থে কা’বা ঘরের দরজা খুলে দেয় হারামাইন কর্তৃপক্ষ।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) জেদ্দা এসে পৌঁছান তুর্কী প্রেসিডেন্ট এরদোগান। সেখানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে এরদোগান বলেন, এ সফর সৌদি-তুরস্কের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করবে এবং এক নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।
উল্লেখ্য যে, তুরস্কে অবস্থিত সৌদি কনস্যুলেটে সৌদি নাগরিক জামাল খাসোগিকে হত্যাকে কেন্দ্র করে দুদেশের মাঝে সম্পর্কের অবনতি হয়। তুর্কী প্রেসিডেন্টের এ সফর দুদেশের মাঝে আবারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো হবে বলে আশা করা যায়।