ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ বছর ইউক্রেনের শস্যের ফলন হুমকির মুখে। আমাদের প্রধান লক্ষ্য রাশিয়ার আগ্রাসনে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট প্রতিরোধ করা। শস্য পরিবহনে এখনো বিকল্প রুট খোঁজা হচ্ছে।
রবিবার (৩১ জুলাই) এক টুইটবার্তায় এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, রাশিয়ার আক্রমণের কারণে ইউক্রেনে এবার শস্যের ফলন অর্ধেকে নামতে পারে। ২৪ ফেব্রুয়ারির পর রুশ সেনাদের কৃষ্ণসাগরের বন্দর অবরোধের পর ইউক্রেনের খাদ্যশস্য পরিবহন বন্ধ রয়েছে।
গত (২২ জুলাই) জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য পরিবহনে ঐতিহাসিক চুক্তি সই করে।
তুরস্ক জানিয়েছে, ইউক্রেনের শস্যবোঝাই জাহাজগুলো আগামীকাল বন্দর ছাড়তে পারে।