ফরহাদ আলম,জেলা প্রতিনিধি(নওগা):- নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রায়হান(২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের পেজাপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী টেংরাকুড়ি গ্রামের মধইল বাজারের লেদ ব্যবসায়ী সাইদুলের ছেলে। তিনি কৃষ্ণপুর ডিগ্রি কলেজের এবছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী হতে জানা যায়, রায়হান আলীর তার মামার মোটরসাইকেল নিয়ে পত্নীতলার মধইল বাজার থেকে নজিপুর বাজারের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর পেজাপাড়া নামকস্থানে মোটরসাইকেলে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই রায়হান মারা যায়। ট্রাক্টর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনরুপ অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।