বেরোবি প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে ‘জাতীয় শোক দিবস-২০২১’ এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
রোববার (১৫ আগস্ট) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও সময় টিভির প্রতিনিধি রাব্বি হাসান সবুজ, দৈনিক মানবজমিন প্রতিনিধি ইভান চৌধুরী, ঢাকা পোস্ট প্রতিনিধি শিপন তালুকদার, দৈনিক সমকাল প্রতিনিধি রুদ্র মাহমুদ জয়, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, আগামী নিউজ প্রতিনিধি শিহাব মন্ডল, ক্যাম্পাস টুডে প্রতিনিধি রবিউল ইসলাম শাকিব।
সমিতির শ্রদ্ধাঞ্জলি প্রদানের পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কিৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।