ইফতে খারুল ইসলাম সৈকত, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের দায়িত্ব হস্তান্তর-২০২১ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্যালারিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
হাসিমুখের সাধারণ সম্পাদক তাহের নোমানের সঞ্চালনায় ও অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাউরেসের পরিচালক অধ্যাপক ড. আবূ হাদী নূর আলী খান এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন। এছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাসিমুখের বার্ষিক কাজের বিবরণ তুলে ধরা হয় এবং ২০২১-২২ সালের কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপাচার্য বলেন, সত্যিই এটা আনন্দের বিষয়। হাসিমুখ ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এখন ২৫০ সদস্যতে পরিণত হয়েছে। এখানে অনেক শিক্ষকও যুক্ত আছে। এতে ছাত্র-শিক্ষক সম্পর্ক বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে লিডারশীপ দক্ষতা। শিক্ষকদেরও গবেষণা -শিক্ষকতার পাশাপাশি মানুষের জন্যে কাজ করার প্রয়োজন। মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টাই আমাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।