ইব্রাহীম খলিল-ঝালকাঠি প্রতিনিধি: আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন ও ব্যবহার এবং তামাকের বর্জ্য পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টোব্যাকো: থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট’।
ঝালকাঠির নলছিটিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যলী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুম্পা সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ ভাইস(মহিলা) চেয়ারম্যান ডালিয়া নাসরিন,কাউন্সিলর ও উপজেলা কৃষকলীগের সভাপতি ফিরোজ আলম খান,সাংবাদিক শাহাদাত হোসেন মনু প্রমুখ। বক্তারা তামাকজাত দ্রব্য সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং সাধারন মানুষজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটর নির্বাহী পরিচালক সাংবাদিক খলিলুর রহমান মৃধা। সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন।