সরকারের নির্দেশনা মানাতে প্রধান সড়কের পাশাপাশি এবার পাড়া-মহল্লায় অভিযান পরিচালনা করবে ররর্যাপিড একশন ব্যাটেলিয়ন-র্যাব।
শনিবার (৩ জুলাই) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে র্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি জানান, যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারা মাস্ক পরছেন কিনা তা দেখা হচ্ছে। সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি প্রতিপালনে অনীহা দেখা গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
খন্দকার আল মঈন বলেন, ‘পাড়া-মহল্লায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়েই আমরা পাড়া-মহল্লায় অভিযান পরিচালনা করবো। নাগরিকদের প্রতি অনুরোধ, পাড়া-মহল্লায় আপনারা জমায়েতের সৃষ্টি করবেন না।
বিভিন্ন স্টল ও দোকানে গণজমায়েত পরিলক্ষিত হয়েছে। সবার প্রতি একটাই অনুরোধ, পরিবারের কথা চিন্তা করে লকডাউনের কয়েকটা দিন ঘরে থাকুন। না হলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খন্দকার আল মঈন আরও বলেন, ‘বিশেষ পরিস্থিতির কথা চিন্তা করে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরে বের হতে হবে। যতটুকু সম্ভব দূরত্ব মেনে চলাফেরার চেষ্টা করবেন।’ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেন র্যাবের এই কর্মকর্তা।