আফগানিস্তানে তালেবান বাহিনীর বিজয়ী হওয়ার কথা স্বীকার করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেছেন, তালেবান বাহিনী বিজয় অর্জন করেছে। এখন আফগানবাসীর আত্মমর্যাদা, সমৃদ্ধি ও সম্মানের সুরক্ষার দায়িত্ব তাদের। নিজের দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, রাজধানী কাবুলে তালেবানের প্রবেশের পর রক্তপাত এড়াতেই দেশ ছেড়ে গেছেন। রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।
মার্কিন সেনা সরিয়ে নেয়ার শেষ পর্যায়ে মাত্র দশ দিনের মধ্যে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখল করে নেয় তালেবান। রোববার প্রায় বিনা প্রতিরোধে রাজধানী কাবুলে প্রবেশ করে তালেবান বাহিনী। সকাল থেকে শোনা যাচ্ছিল প্রেসিডেন্ট প্রাসাদেই আছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। পরিস্থিতি সামাল দিতে তিনি তালেবানের সাথে আলোচনায় বসবেন।
কিন্তু বিকেল নাগাদ শোনা যায়, তিনি সেখানে নেই। গুজব ছড়িয়ে পড়ে, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। প্রথম পর্যায়ে পুরোটাকেই গুজব বলে উড়িয়ে দেয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে বলা হয়, তিনি সরে গেছেন। কিন্তু কোথায় গেছেন তা নিরাপত্তার স্বার্থে বলা হয়নি।
আরো পরের দিকে প্রথম প্রকাশ্য বিবৃতি দেন তিনি। ফেসবুক পোস্টে আশরাফ ঘানি বলেন, কাবুলের লাখ লাখ মানুষের সঙ্গে তিনিও কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়েছেন। এ অবস্থায় রক্তপাত এড়াতে, আমার মনে হয়েছে দেশ ছেড়ে যাওয়াই ভালো।
তালেবান এখন এক ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তলোয়ার ও বন্দুকের বিচারে তালেবান বিজয় অর্জন করেছে। এখন আমাদের দেশবাসীর আত্মমর্যাদা, সমৃদ্ধি ও সম্মানের সুরক্ষার দায়িত্ব তাদের।
ফেসবুক পোস্টে দেশ ছাড়ার কথা বললেও তিনি বর্তমানে কোথায় আছেন তা প্রকাশ করেননি। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রেসিডেন্টের ব্যক্তিগত দেহরক্ষীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আশরাফ ঘানি, তার স্ত্রী, চিফ অব স্টাফ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিবেশী দেশ উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে আশ্রয় নিয়েছেন।