যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে- চীনা গবেষণাগার থেকে নয়, উহানের সি ফুড মার্কেট থেকে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গোটা বিশ্বে মহামারি আকারে ছড়ানোর জন্য দায়ী সার্স গ্রুপের ভাইরাস সার্স-কোভ-২।
আজ শুক্রবার রয়টার্স জানায়, করোনার উৎস অনুসন্ধান করেছেন মার্কিন ইউনিভার্সিটি অব অ্যারিজোনার বাস্তুসংস্থান ও জৈব বিবর্তন বিভাগের প্রধান মাইকেল ওরোবে। তার সেই গবেষণা প্রতিবেদন বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয় গতকাল বৃহস্পতিবার।
মাইকেল ওরোবের গবেষণা প্রবন্ধে বলা হয়, চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তি সি ফুড মার্কেটের একজন নারী ব্যবসায়ী। ২০১৯ সালের ৮ ডিসেম্বর হাসপাতালে যান ওই হিসাবরক্ষক। করোনার উপসর্গ নিয়ে নয়, দাঁতের সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।
সবশেষ এই গবেষণা বলছে, সি ফুড মার্কেটের ওই নারী বিক্রেতাই বিশ্বের প্রথম করোনা রোগী। তার উপসর্গ ধরা পড়ে বা শনাক্ত হয় ১১ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর করোনার বিষয়টি জানা যায়। যদিও এতদিন দাবি করা হয়েছে ১৬ ডিসেম্বর প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
করোনার উৎসস্থল উহানে বলা হলেও ঠিক কোন অঞ্চলে প্রথম ভাইরাসটি দেখা দেয়, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বিশেষজ্ঞরা। তবে চীনের সরকার বলে আসছে, সি ফুড মার্কেট থেকে বাদুড়-প্যাঙ্গোলিন জাতীয় বন্যপ্রাণীর দেহ থেকে মানবদেহে ছড়িয়েছে করোনাভাইরাস।
উহানের সি ফুড মার্কেটে গৃহপালিত, সামুদ্রিক প্রাণী এবং জীবিত বা প্রক্রিয়াজাত বন্যপ্রাণীর মাংস বিক্রি হতো। মহামারি শুরুর পর সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় চীন সরকার। বিশ্বে প্রথম করোনা রোগী শনাক্ত এবং এতে প্রথম মৃত্যুর ঘটনা এই উহানেই ঘটেছে।