নামাজ পড়তে গিয়ে রিকশা চুরি যাওয়া বৃদ্ধ তাজুল ইসলামকে (৮২) ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নোয়াখালী শাখার নেতৃবৃন্দ। সোমবার (০৪ জুলাই) রাতে জেলা শহর মাইজদীর হাজী অটো শোরুম থেকে অটোরিকশাটি কিনে বৃদ্ধের হাতে তুলে দেন।
ব্যাটারিচালিত অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত হয়ে হাসলেন বৃদ্ধ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, আলহামদুলিল্লাহ। আমার মতো অসহায়ের পাশে যারা দাঁড়িয়েছেন, তাদের ঋণ আমি কখনো
শোধ করতে পারব না। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেবেন। আমি নামাজ পড়ে আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, সেক্রেটারি মাওলানা ফিরোজ আলম, নোয়াখালী উত্তর জেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলা কাউচার আহমেদ, দক্ষিণ জেলা প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলা শহীদুল ইসলামসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।