সরকারি বিএম কলেজ করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ৷ তারই ধারাবাহিকতায় ব্রজমোহন কলেজ বন্ধ ঘোষণা করা হয়৷ একইসাথে বিভিন্ন হলগুলোর ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়৷
কিন্তু করোনা প্রকোপ শেষ হয়ে ক্যাম্পাসের ক্লাস, পরীক্ষাসহ সকল শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক হলেও হলগুলোর ক্যান্টিন এখনো বন্ধ রয়েছে সেইসাথে ক্যাফেটেরিয়াও বন্ধ রয়েছে৷ যেখানে ক্লাসের ফাঁকে হাজারো শিক্ষার্থী টিফিন সেড়ে নিত৷ এদিকে হলের ক্যান্টিন বন্ধ থাকায় হাজার হাজার শিক্ষার্থী বাহিরের অস্বাস্থ্যকর হোটেলগুলোতে খাবার খেয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হচ্ছে দিনদিন একইসাথে খরচের বিষয়ে অনেকেই হিমসিম খাচ্ছে৷ তাই আমরা ইসলামী ছাত্র আন্দোলন সরকারি বিএম কলেজে শাখা কলেজ প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ করছি, অনতিবিলম্বে হলের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া খুলে দিন৷