কুষ্টিয়ার মিরপুরে কবর দেওয়ার ২৭ বছর পর মনজুর মল্লিক নামে একজনের অক্ষত লাশের সন্ধান মিলেছে ৭ জানুয়ারী শুক্রবার।
এ ঘটনায় এলাকায় দূর-দূরান্ত থেকে লাশটি দেখার জন্য শত শত মানুষ ছুটে এসেছেন। হালসা মাজিহাট গ্রামে এ ঘটনা ঘটে।
মনজুর মল্লিকের স্বজনরা জানান, ২৭ বছর আগে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গতকাল কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করা হয়। এ সময় মনজুর মল্লিকের অক্ষত মরদেহ দেখতে পান শ্রমিকরা।
মৃত মনজুর মল্লিকের ছেলে ছালামত লাশটি তার বাবার বলে জানান তবে লাশের দেহে কোনো পরিবর্তন হয়নি, পচেনি। এমনকি কাফনের কাপড়েরও কোনো পরিবর্তন ঘটেনি। তিনি আরও জানান, তার বাবা ইসলামিক বিধিবিধান মেনে চলতেন।
এলাকাবাসী জানায়, মৃত মনজুর মল্লিক ওই এলাকার মধ্যে একজন ধার্মিক ছিলেন। পরে দুপুর ১২টার দিকে মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানায়। সূত্র: আওয়ার ইসলাম