মো সাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় চকজয়রাম নুরাণী ও হাফেজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআান মাহফিল ও সাংস্কৃতি সন্ধার ২য় দিনে আগত কলরব শিল্পীদের ফুলেল তোরা দিয়ে শুভেচ্ছা জানালো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পত্নীতলা থানার দায়িত্বশীলবৃন্দ।
কলরবের আগত শিল্পীদের মধ্যে ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, আহমদ আব্দুল্লাহ,ওমর আবদুল্লাহ,সালমান সাদি। কিশোর শিল্পীদের মধ্যে ছিলেন হোসাইন আদনান, তাওহীদ জামিল,তাহসিনুল ইসলাম। শিশু শিল্পীদের মধ্যে ছিলেন জাহিদুল ইসলাম শাওন, রিফাত রহমান সহ ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীরা।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পত্নীতলা থানার সভাপতি মুহা সাহিদ হাসান, সাধারণ সম্পাদক মুহা হাবিবুল্লাহ মিজবাহ, ও সহ-সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ কলরবের শিল্পীদেরকে শুভেচ্ছা জানান।
উক্ত সংস্কৃতি সন্ধায় এলাকার প্রায় অর্ধ শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা উপস্থিত হন।
এছাড়াও দূর দূরান্ত থেকে সংগীত প্রিয়দের দিয়ে মাঠ কোণায় কোণায় পূর্ণ ছিল। তারা জানান শিল্পীদের সংগীত শুনে আমরা মুগ্ধ। তারা জানান এরকম প্রোগ্রাম ঘন ঘন হলে ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে।






