দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাসকিনের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা।
শুক্রবার সকালে খবরটি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই।
নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’
এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের পুত্রসন্তান তাশফিন আহমেদ রিহান। ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দু’জন।