ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৮ ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন খান,চেয়ারম্যান গৌরীপুর উপজেলা পরিষদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান মারুফ রাহাত উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর।
বার্ষিক এ ক্রিড়া প্রতিযোগিতায় গৌরীপুরের বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এদিকে এবারের ক্রিড়া প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক পুরষ্কার জিতেছে বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা,বিদ্যালয় সূত্রে জানা যায় এ বছর শুধু ছেলেদের অংশ গ্রহণেই ১৪ টি পুরষ্কার জিতেছে বালিজুড়ী উচ্চ বিদ্যালয়। এ ব্যাপারে জানতে চাইলে বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তালুকদার বলেন,আমরা পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমেও উৎসাহিত করে থাকি কারন আমরা মনে করি এটিও একটি শিক্ষার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যা সুস্থ দেহ সুন্দর মন তৈরীতে কার্যকর। আমরা আশাবাদী সাফল্যের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।






