তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে ৩৯৩ জন হাফেজে কুরআনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
গত বুধবার আলজাজিরা জানায়, হাফেজদের সম্মাননা উপলক্ষে নগরীর আরনাভোতকোই জামে মসজিদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ইস্তাম্বুলের মুফতি শায়খ সাফি আরবাগোস হিফজুল কুরআন মাদরাসার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মহান আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেন, “নিশ্চই আমি কুরআন নাজিল করেছি এবং আমিই তার হেফাজতকারী”, আর আল্লাহ তার সৃষ্টিকে কুরআন শেখার দায়িত্ব দিয়েছেন।’
‘তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন ও শেখান’-এই হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, ‘আজ যারা আল্লাহর কিতাব মুখস্থ সম্পন্ন করেছে, তারা বরকত লাভে সমর্থ হয়েছে।’
তুর্কি ধর্ম বিষয়ক অধিদফতর ২০২০ সালে সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন হিফজ ও ইসলামী শিক্ষা বিষয়ে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে। সেই প্রকল্পের অধীনেই ৩৯৩ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করলো।
এদিকে খুব শিগশির-ই দেশটি তার প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ করবে। এ পর্যন্ত গোটা তুরস্কে অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। কিছুদিন আগের করা এক সার্ভেতে দেখা যায়- দেশটিতে মসজিদ সংখ্যা অন্তত ৯০ হাজার। আর মসজিদগুলোতে আগ্রহী শিক্ষার্থীদের কুরআন হিফজ ও কুরআনের উচ্চতর শিক্ষার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়। সূত্র : আলজাজিরা