ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (৪ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা অফিস আদেশে তাদের বদলি করা হয়।
লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসীনকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রাসেলকে ডিবি ওয়ারী বিভাগে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক, মো. গোলাম মোস্তফাকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফয়েজুল হক ভূঁইয়াকে প্রসিকিউশন বিভাগে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেনকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক শাকের মোহাম্মদ জুবায়েরকে ওসি আদাবর হিসেবে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক গাজী সালাউদ্দিনকে ডিবি রমনা বিভাগে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক শেখ আতিয়ার রহমান ডিবি রমনা বিভাগে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমানকে ডিএমপি’র ডেভলপমেন্ট বিভাগে, লাইনওআর’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেককে ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, একই আদেশে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুককে অপারেশন বিভাগে, উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াসকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, আদাবর থানার ওসি কাজী শাহিদুজ্জামানকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্রকে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং রামপুরা থানার ওসি তদন্ত সাইফুল ইসলামকে কলাবাগান থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।