শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, করোনার ভ্যাকসিনের যে সংকট ছিল তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল কূটনৈতিক প্রচেষ্টায় কেটে গেছে। আগামী ৬ মাস থেকে ১ বছরের ভেতরে আমরা আশা করছি দেশের বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।
আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করে কোটির বেশি ভ্যাকসিন সংগ্রহ করে ফেলেছেন। কারণ তিনি জানেন, ঘরের কর্মক্ষম লোকটা যদি মারা যায় তাহলে সেই পরিবার সারাজীবনের জন্য বেকার হয়ে যায়। যিনি বাইরে যান কাজ করতে, তিনি যদি করোনা হয়ে মারা যান তাহলে আর রক্ষা নেই। এ জন্য তিনি ভ্যাকসিনের ব্যবস্থা করছেন।
বুধবার (১৪ জুলাই) নগরের পাঠানটুলীতে দ্বীন মোহাম্মদ কনভেনশন হলে নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদের পক্ষ থেকে কর্মহীন ৭০০ মানুষকে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
নওফেল বলেন, পবিত্র ঈদ-উল-আজহার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে। লকডাউন শিথিল করা হয়েছে বলে আপনারা যদি স্বাস্থ্যবিধি না মানেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায় আমরা করোনা মোকাবেলা করতে পারব না। আমরা-আপনারা যদি সচেতন না হই, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে করোনাকে কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না।