টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ সুখবর পেয়েছেন সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির প্রকাশিত সবশেষ ছোট ফরম্যাটের অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বল হাতে সমান দাপট দেখাচ্ছেন সাকিব। তার ফল হিসেবে ফের শীর্ষস্থান দখলে নিয়েছেন এই তারকা। অন্যদিকে, দুইয়ে নেমে গেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে ১১৮ রানের পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়েছেন সাকিব। মাগুরার এই ক্রিকেটারের সংগ্রহ ২৯৫ রেটিং। দুইয়ে নেমে আসা নবীর নামের পাশে আছে ২৭৫ রেটিং।
টি-টোয়েন্টির বোলারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন শেখ মাহেদি হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মিতব্যয়ী বোলিংয়ে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। ৬২১ রেটিং নিয়ে নয় নম্বরে অবস্থান করছেন এই ডানহাতি অফ স্পিনার। ৬৩২ রেটিং নিয়ে আটে সাকিব ও ৬১৪ রেটিং নিয়ে দশে আছেন মোস্তাফিজুর রহমান।