জবি সংবাদদাতা: পুরান ঢাকায় কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থী শারীরিকভাবে শ্লীলতাহানির শিকার হয়েছেন। রবিবার (২৭ জুন) পুরান ঢাকার কলতাবাজার এলাকায় কাজী নজরুল ইসলাম কলেজের পাশে এক গলিতে রাত ৯.২০এ দিকে এ ঘটনা ঘটে । ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরির তথ্য থেকে জানা যায়, আনুমানিক রাত ৯টা ২০ মিনিটে বাসায় ফেরার পথে পুরান ঢাকার কলতাবাজার এলাকায় এ ঘটনার শিকার হন ওই শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, লকডাউন পরে যাওয়ায় প্রয়োজনীয় বাজার নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। এসময় কাজী নজরুল ইসলাম কলেজের পাশে ইউনিস্টন গলিতে প্রবেশ করলে নির্জন রাস্তায় আক্রমণ করে ছেলেটি। এসময় সে চিৎকার করে উঠলে মহানগর মহিলা কলেজের দিকে দৌড়ে পালায়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থল উপস্থিত হয়ে রাস্তার পাশে থাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং সূত্রাপুর থানা পুলিশকে খবর দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছ। ফুটেজ দেখে অভিযুক্তকে খুঁজে বের করা হবে।
এবিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করছি, আমরা সিসিটিভি ফুটেজও হাতে পেয়েছি। দ্রুতই দোষীকে খুঁজে বের করা হবে।
এন.এইচ/