চল্লিশ দিন একাধারে জামাতের সাতে মসজিদে নামাজ আদায় করায় ২৩০ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দিয়েছে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল জামে মসজিদ কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৪ নভেম্বর) মসজিদ সংলগ্ন রাস্তায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, একাধারে ৪০ দিন অনুর্ধ্ব ১৬ বছর বয়সী যে সকল শিশু-কিশোর এশা ও ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে পেরেছে। তাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এসময় পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোরের মধ্যে ব্যাপক উচ্ছাস-উদ্দীপনা দেখা গেছে।
সংশ্লিষ্ট একজনের সাথে কথা বলে জানা যায়, এলাকার সকল শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে এবং সেই সাথে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করতে মসজিদ কর্তৃপক্ষ এই আয়োজন করেছে। এতে এলাকার সাধারণ মানুষ ব্যাপক সন্তুষ্টি ও সমর্থন প্রকাশ করেছে।