সৌদি আরবের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন শুরু হয়েছে। কার্বন ফ্রি এই বিদ্যুৎ ইতোমধ্যে যুক্ত হতে শুরু করেছে জাতীয় গ্রিডে। জুমাত আল জান্দালে অবস্থিত বায়ু বিদ্যুৎকেন্দ্রটিতে রয়েছে ৯৯টি টারবাইন (বাতাস কল)। প্রতিটি টারাইন থেকে উৎপাদিত বিদ্যুৎ ৭০ হাজার বাড়িতে ব্যবহার করা যাবে। সৌদি দৈনিক আল অ্যারাবিয়ার বরাত দিয়ে খবরটি দিয়েছে আল জাজিরা।
৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ প্রকল্পটির দায়িত্বে রয়েছে ইডিএফ রিনিওয়াবলস এবং মাসদার কোম্পানি। এ দুটি কোম্পানি বিশ্বের জ্বালানি জগতে বড় কোম্পানি হিসেবে পরিচিত। বিদ্যুৎ প্রকল্পটির নির্মাণের সময়ই ৬০০ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রকল্পটির নাম জুমাত আল জান্দাল উইন্ড কো ফর অ্যানার্জি এলএলসি।
প্রকল্প পরিচালক অলিভার মারচ্যান্ড বলছেন, প্রকল্পটি নির্মাণে কাজ করেছে খুবই দক্ষ একদল কর্মী ও ঠিকাদার, যারা সর্বোচ্চ স্বাস্থ্যসুরক্ষা ও সর্বোচ্চ মানের নিরাপত্তার মধ্যে কাজ করেছেন। এর পেছনে রয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা।
এছাড়া প্রকল্পটিতে সহযোগিতা করেছে সৌদি পাওয়ার প্রোকিওরমেন্ট কোম্পানি ও সৌদি ইলেক্ট্রিসিটি কোম্পানি। প্যানডামিকের মধ্যে সবার সর্বোচ্চ সহযোগিতা ছিল।
তিনি বলেন, এখন অংশীদার ও ঠিকাদারদের সঙ্গে চূড়ান্ত ও সর্বশেষ সাক্ষাতের সময় এসেছে। আগামী মাসেই পুরোদমে প্রকল্পের উৎপাদন, পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ইত্যাদি পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা হবে।
সৌদি আরব সরকারের ভিশন-২০৩০ প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুৎ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। অর্থনীতিতে আরও গতি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনাই সৌদি সরকারের মূল লক্ষ্য।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, বিদ্যুৎ প্রকল্পটি ২০১৯ সালের সেপ্টেম্বরে শুরু হয়। এটির টাইবাইনগুলোর কাজও সম্পন্ন হওয়ার পথে। প্রকল্পটি পূর্ণাঙ্গতা পাওয়ার পর প্রতিবছর ৯ লাখ ৮৮ হাজার টন কার্বন ডাইঅক্সাইড প্রশমন করবে যা সৌদি আরবের জলবায়ু পরিবর্তন প্রশমন লক্ষ্য অর্জন ত্বরান্বিত করবে।
মাসদার কোম্পানির সৌদি প্রতিনিধি ওসামা আল ওসমান বলছেন, সৌদি সরকারের এমন একটি প্রকল্পে সংযুক্ত থাকতে পেরে আমরা গর্বিত। দেশটির প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা আমাদের আরও শানিত করবে।
তিনি বলেন, বিদ্যুৎ প্রকল্পটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে শুরু করেছে যা সৌদির জন্য এক বিরাট মাইল ফলক। দ্রুতই প্রকল্পটি পরিপূর্ণভাবে তার সক্ষমতা প্রমাণ করবে।