শনিবার | ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ রজব, ১৪৪৭ হিজরি | ১২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:২৪

শনিবার | ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ রজব, ১৪৪৭ হিজরি | ১২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | ভোর ৫:২৪

নিজ সম্মানীর টাকা অসহায়দের জন্য উৎসর্গ মেম্বারের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০২ অপরাহ্ণ
  • বিকাল ১৫:৪২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:২২ অপরাহ্ণ
  • রাত ১৮:৪১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৮ পূর্বাহ্ণ

দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য মুফতি নুরুল্লাহ।

মেম্বার হিসেবে প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্রথম মাসের সম্মানী দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দান করে দিয়েছেন তিনি। আগামী ৫ বছর সরকার থেকে পাওয়া তার সকল সম্মানী ভাতা গরিবদের মাঝে বণ্টন করে দেয়ার ঘোষণাও দিয়েছেন নবনির্বাচিত এ ইউপি সদস্য।

মুফতি নুরুল্লাহ চরকাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার। তার বাবা মাওলানা খালেদ সাইফুল্লাহ একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পারিবারিকভাবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত। চরকাদিরা ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যান দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য।

স্থানীয়রা জানিয়েছেন, মেম্বার নুরুল্লাহর পরিবার এলাকার সম্পদশালী পরিবারের মধ্যে অন্যতম। তাই তিনি মেম্বার হিসেবে যে ভাতা পাবেন, তা নিজের প্রয়োজনে খরচ না করে অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণ করবেন বলে ঘোষণা দেন।

সাম্প্রতিক করোনা মহামারীতেও তারা সরকারের দেয়া ত্রাণ সামগ্রীর পাশাপাশি ব্যক্তি উদ্যোগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন। জনপ্রতিনিধিদের সম্পর্কে অনেকের মধ্যে নেতিবাচক ধারণা আছে। কিন্তু চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ ও তার ছেলে ইউপি সদস্য মুফতি নুরুল্লাহ ব্যতিক্রম জনপ্রতিনিধি হয়ে বিরল দৃষ্টান্ত হয়ে ওঠেছেন।

নুরুল্লাহ নিজের সম্মানী ভাতার টাকা নিজের প্রয়োজনে খরচ না করে গরিব ও অসহায় মানুষদের বিলিয়ে দেন। এভাবে তিনি মহত্ত্বের বড় উদাহরণ সৃষ্টি করলেন।

প্রথম মাসের সম্মানী ভাতা পেয়ে নুরুল্লাহ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। তার ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

তাতে তিনি উল্লেখ করেন, একজন সরকারি কর্মকর্তার অফিসটাইম আছে। কিন্তু জনপ্রতিনিধিদের কোনো অফিসটাইম নেই। বিশেষ করে চেয়ারম্যান-মেম্বারদের। সারাদিন এমনকি রাত ২টায়ও জনতার কাজে তাদেরকে দৌড়াতে হয়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কাবিখা থেকে শুরু করে সকল প্রকল্পের কাজ বাংলাদেশে হয় না বললেই চলে। প্রায় পুরোটাই লুট হয়ে যায়। কারণ, কেন? জবাব বহু রকমের হতে পারে, তবে সম্মানী ভাতার নামে জনপ্রতিনিধিদেরকে এভাবে অসম্মান করার দায় কি তাতে মোটেও নেই?

আপনারা হয়তো বলবেন, যারা দুর্নীতি করে, সরকারি সম্পদ চুরি করে। লাখ টাকা বেতন পেলেও তারা তা করবে। এটা ঠিক। কিন্তু যারা সৎভাবে চলতে চায়, তাদের কী হবে? সম্মানী ভাতার নামে এ অসম্মানী ভাতা তো তাদেরকেও অসৎ হতে বাধ্য করবে।

আমি আমার কথা বলছি না, হালালভাবে দু’মুঠো খেয়ে চলার মতো সচ্ছলতা আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু আমাদের পরিষদের বহু মেম্বার এমন আছেন, যারা ইচ্ছে থাকলেও এ ‘অসম্মানী’ ভাতার কারণে সৎভাবে চলতে পারবেন না। রাষ্ট্রের কর্ণধাররা কি একটু ভেবে দেখবেন?’

মুফতি নুরুল্লাহ প্রথম মাসের ভাতা পেয়ে তা দিয়ে কয়েকটি অসচ্ছল পরিবারে মাছ, মাংসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ ব্যাপারে ইউপি সদস্য মুফতি নুরুল্লাহ বলেন, ‘সরকার আমাদেরকে সম্মানী ভাতার নামে একটা অসম্মানী ভাতা দেয়, যা বলতেও লজ্জা লাগে। তবুও সরকার থেকে পাওয়া ভাতা আমি গরিবদের মাঝে বণ্টন করে দিবো। আমার চলার মত ব্যবস্থা আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন।’

তিনি বলেন, ‘জনগণের খেদমত করার জন্য এসেছি। ৫ বছর বিনা পারিশ্রমিকে জনসেবা করেই যাবো ইনশাআল্লাহ।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।  সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মার্চপাস্ট ও জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০২ অপরাহ্ণ
  • বিকাল ১৫:৪২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:২২ অপরাহ্ণ
  • রাত ১৮:৪১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৮ পূর্বাহ্ণ