শিপার মাহমুদ- সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদপত্রে ‘আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালানে সংশ্লিষ্টতার অভিযোগ সবুজের বিরুদ্ধে !’ একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। চলতি মাসের ১৮ জুন রাত ৩ টায় এই নিউজটি প্রকাশিত হয়।
সংবাদে এস.এ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সালেহ আহমেদ সবুজের বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা ডমেষ্টিক রেবিট আর ডমেষ্টিক মারা প্রাণি আমদানির আড়ালে আর্জেন্টিনার পাতাগোনিয়ান, ওলাভি রেবিট ও কেপিবাড়ার মত আরো অন্যান্য প্রজাতির বিলুপ্ত প্রাণি নিয়ে এসে ভারতে পাচার করেছেন বলে উল্লেখ করা হয়। আরো উল্লেখ করা হয়, আগারগাঁও বন ভবন থেকে সাইটিস-২(CITES-॥) পাখির অনুমোদন নিয়ে সাইটিস-১(CITES-।) বহির্ভূত অনেক বিলুপ্ত প্রজাতির পাখি নেদারল্যান্ড, বেলজিয়াম, সাইপ্রাস, চেক রিপাবলিক ও আফ্রিকা মহাদেশ থেকে আমদানি করে ভারতে পাঁচার করে।
এদিকে এসব অভিযোগকে প্রতিবেদক কোনোরকম অনুসন্ধান ব্যতীত মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন এস.এ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সালেহ আহমেদ সবুজ।
সালেহ আহমেদ সবুজ জানান, এস.এ ইন্টারন্যাশনাল ২০১৮ ইং সাল থেকে বৈধভাবে সরকারি সকল আইন ও বিধি মেনে চলে বন বিভাগ ও প্রাণী অধিদপ্তর কর্তৃক অনুমতিপত্র গ্রহণ করে নিয়মিত নন সাইটিস ও সাইটিস-২ শিডিউলভুক্ত পশুপাখি আমদানি করে আসছে। প্রতিষ্ঠানটি অনলাইনে বিভিন্ন পেজের মাধ্যম রিসেলার এবং বিভিন্ন পেটশপ এ সরাসরি আমদানিকৃত পশুপাখি বিক্রয় করে থাকে। এছাড়াও এস.এ. ইন্টারন্যাশনাল সরাসরি বিভিন্ন রিসোর্ট, সৌখিন পাখিপালক ও ব্রিডারদরে নিকট আমদানিকৃত পশুপাখি বিক্রয় করেন। পাখি আমদানি প্রতিষ্ঠানটির একমাত্র উদ্দেশ্য নয় বরং পশুপাখির যত্ন ও পরিচর্যা করা, পশুপাখি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার পদ্ধতি ও সঠিক নিয়মে ব্রিডিং করার পদ্ধতি নিয়েও নিয়মিত অনলাইনে লেখালেখি, লাইভ ব্রডকাস্ট করে থাকে।
তিনি বলেন, এস. এ. ইন্টারন্যাশনাল বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দেশের প্রচলিত সকল আইন মেনে চলতে বদ্ধপরিকর।
উদ্দেশ্যপ্রণোদতিভাবে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার এই হীনমন্য প্রচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এস. এ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সালেহ আহমেদ সবুজ বলেন, কখনোই অনুমতি বহির্ভূত কোনো পশুপাখি আনয়নকে সমর্থন করে না এবং এ ধরণরে কর্মকান্ডের সাথে প্রতিষ্ঠানটির কোন সংশ্লিষ্টতা নেই। মিথ্যা অপপ্রচারে জড়িত সকলের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির আইনগত প্রক্রিয়া চলমানাধীন। এসময় এ ব্যাপারে বিভ্রান্ত না হবার জন্য সকলকে অনুরোধ জানান।