আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি : ভোলা-চরফ্যশন আঞ্চলিক মহাসড়কে ভোলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে একটি ডোবায় পরে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১ টার দিকে উপশহর বাংলাবাজারের মধ্যে জয়নগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো.মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাসটি উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ভোলা ও বোরহানউদ্দিন উপজেলার দুটি ইউনিট।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান , মঙ্গলবার দুপুরে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্য ছেড়ে আসে একটি যাত্রীবাহী বাস। বাসটি ভোলা-চরফ্যাশন মহাসড়কের মধ্যে জয়নগর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়।এতে অন্তত ২০ জন আহত হয়েছে।স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
ভোলা ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক জানান, দুপুর ১ টার দিকে মধ্যে জয়নগর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যাওয়ার সংবাদ পাই।পরে ভোলা ও বোরহানউদ্দিন থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে এসে উদ্ধার অভিযান চালানো হয়।
তিনি জানান, আহত অবস্থায় আমরা ৭ জন উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি।আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এন.এইচ/






