পাকিস্তানের তারকা ব্যাটসম্যান এবং ওপেনার মোহাম্মদ রিজওয়ান পুরো বছর জুড়ে অসাধারণ খেলে সবার মন জয় করেছেন। একক ও যৌথ অনেক রেকর্ডও গড়েছেন তিনি। এবার সেই রিজওয়ানকে দেখা গেছে ইসলামের দাওয়াত দিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে মোহাম্মদ রিজওয়ানকে ইসলাম ও এর রীতিনীতির ওপর কথা বলতে দেখা যায়। খবর জিও নিউজের।
ভিডিও সূত্রে ওই খবরে বলা হয়, একটি জায়গায় কয়েকজন ব্যক্তি রিজওয়ানকে ঘিরে দাঁড়িয়ে আছেন। আর রিজওয়ান তাদেরকে পশতু ভাষায় ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানাচ্ছেন। তাবলিগ জামাতের পরিভাষায় এটি গাশত হিসেবে পরিচিত।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা হলেও ভিডিওটি ঠিক কবে এবং কোথায় তোলা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচের বিরতির সময় মাঠেই তার নামাজ পড়ার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।
পাকিস্তান দলের সাবেক অনেক ক্রিকেটারই তাবলিগ জামাতের সাথে জড়িত হয়েছেন। বিষয়টি তাবলিগ ও ক্রিকেট উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রমাণিত হয়েছে।
মোহাম্মদ রিজওয়ানের এ বছরটা বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটটা দারুণ কেটেছে। বিশ্বকাপেও তিনি ছিলেন ধারাবাহিক। তিনি ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টির ‘প্লেয়ার অব দ্য ইয়ার’-এর জন্যও মনোনীত হয়েছেন। মোহাম্মদ রিজওয়ানের পাশাপাশি ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।