আফ্রিকান ইউনিয়নে (এইউ) ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা প্রত্যাহার করার প্রচেষ্টা করছে আলজেরিয়া। এই চেষ্টাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি গতকাল শুক্রবার আলজেরিয়ার ওই উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর এবিএনএ নিউজ।
এক বিবৃতিতে আবু জুহরি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন থেকে দখলদার রাষ্ট্র ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা বাতিলের প্রস্তাবও রাখা হয়েছে।
হামাস নেতা বলছেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র আলজেরিয়ার প্রচেষ্টাকে নিবিড়ভাবে অনুসরণ করছি আমরা। শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচির শীর্ষে পর্যবেক্ষক হিসেবে কোনো দখলদার দেশ থাকতে পারে না। তিনি নিশ্চিত করেছেন, এই ধরনের আলজেরিয়ান অবস্থান ফিলিস্তিনি জনগণের দ্বারা অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত হয়েছে। এটিকে আলজেরিয়ার আভিজাত্যের প্রতিফলন হিসাবেও বর্ণনা করেছেন তিনি।
হামাস কর্মকর্তা অন্যান্য আরব এবং আফ্রিকান দেশগুলোকে এ বিষয়ে আলজেরিয়ার প্রচেষ্টার ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে এবং এই পদক্ষেপের সাফল্যের জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আবু জুহরি বলছেন, আলজেরিয়ার অবস্থান আরব জাতির চেতনা এবং আফ্রিকা মহাদেশের নীতিগুলোকে প্রতিফলিত করে। সমস্ত সদস্য রাষ্ট্রের উচিত আফ্রিকান ইউনিয়ন থেকে দখলদার ইসরায়েলকে বহিষ্কার করা।
হামাস নেতা বলছেন, আফ্রিকান ইউনিয়নের যে কোনো স্তরে দখলদার রাষ্ট্রের উপস্থিতি আফ্রিকা মহাদেশের নীতি এবং বর্ণবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করার ঐতিহাসিক উত্তরাধিকারের সাথে সাংঘর্ষিক। কারণ দখলদার ইসরায়েলের সংস্থাটিতে থাকা একটি কুৎসিত দৃশ্য।






