বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হকের দ্রুত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ।
১৬ জুলাই শনিবার যুব মজলিসের শাখা দায়িত্বশীল সভায় তিনি এ দাবি জানান।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ হয়রানীমুলক মামলায় মাওলানা মামুনুল হককে বন্দী রাখার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর সুচিকিৎসা প্রয়োজন। তাই দ্রুত তাঁকে মুক্তি দিন। এতে আপনাদের ও দেশের কল্যাণ হবে।
সংগঠনের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সারাদেশের বিভিন্ন শাখা দায়িত্বশীলবৃন্দ ২০২২ সেশনের ষাণ্মাসিক প্রতিবেদন পেশ করে।।
সভায় আরো বক্তব্য পেশ করেন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা শরীফ সাইদুর রহমান, প্রশিক্ষণ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা জাহিদুজ্জামান প্রমুখ।