ইবি প্রতিনিধি: ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন’র (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়’র (ইবি) আইন বিভাগের সাত জন শিক্ষার্থী। সারাদেশে মোট ১০২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণরা হলেন, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের আয়াজ আজাদ, ২০১০-১১ শিক্ষাবর্ষের জান্নাতুল আরা ববি, স্বপ্না মুস্তারিন ও সোহেল রানা, ২০১১-১২ শিক্ষাবর্ষের শফিউল্লাহ লিখন, ২০১২-১৩ শিক্ষবর্ষের লাবণি আকতার এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের জান্নাতুল নাঈম।
আয়াদ আজাদ জানান, চারবার ভাইভা বোর্ড থেকে ফিরে এলেও হাল ছাড়েননি তিনি। ধৈর্য ও অধ্যবসায়ের মধ্যদিয়ে ছিনিয়ে নিয়েছেন জীবনের সেরা প্রাপ্তিটুকু।তিনি ৩৮তম হয়েছেন। সফলতার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এবারই আমার শেষ সুযোগ ছিল। চারবার ভাইভাতে মুখোমুখি হয়েও বোর্ড আমাকে ফিরিয়ে দিয়েছে। তবুও হাল ছাড়িনি। স্বপ্ন ছিল বিচারক হবো, এবার স্বপ্ন পূরণ হয়েছে।
জান্নাতুল নাঈম বলেন, করোনার মধ্যে থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। মহান আল্লাহর অশেষ কৃপায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার এ সফলতার পিছনে যারা অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।