রংপুর নগরীর একটি এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহনগরের হাজীরহাট থানা-পুলিশ। আজ রবিবার সকালে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
আবু মারুফ জানান, ‘গতকাল শনিবার রাতে ছাগল চুরির অভিযোগ এনে এক নারীকে তাঁর স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক।
পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধ ধর্ষণ করে সাত যুবক। পরে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।’
পুলিশের এই কর্মকর্তা জানান, ‘তাৎক্ষণিক অভিযানে প্রধান অভিযুক্ত রানা মিয়া, হাফিজুল ইসলাম, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু মিয়াকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।
আবু মারুফ হোসেন জানান, ‘এ ঘটনায় হাজিরহাট থানায় মামলা হয়েছে।’