রাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিন রুটে পরিবহন সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। ১৫, ১৬ ও ১৭ জুলাই যথাক্রমে রংপুর, ঢাকা ও খুলনা রুটে বিশ্ববিদ্যালয়ের বাস যাবে।
এর আগে গতকাল সোমবার (১২ জুলাই) চলমান বিধিনিষেধ শিথিল এবং গণপরিবহন চালু হওয়ার সংবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার পরিবহন সেবা স্থগিত করেছে প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিন রুটে বিশ্ববিদ্যালয়ের বাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
নিউজবাংলাকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর লিয়াকত আলী।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনটি রুটে পরিবহন সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা (গাবতলী ), খুলনা ( নাটর-কষ্টিয়া-ঝিনাইদহ- কালিদহ- যশোর- খুলনা), রংপুরসহ মোট তিনটি রুটে বিশ্ববিদ্যালয় বাস দেয়া হবে। ১৫ জুলাই রংপুর, ১৬ জুলাই ঢাকা ও ১৭ জুলাই খুলনা রুটে বিশ্ববিদ্যালয়ের বাস যাবে।
বাকি শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বাস দেয়ার কথা বলেছি যেসকল শিক্ষার্থী স্থগিত পরীক্ষা দিতে এসে রাজশাহীতে আটকা পড়েছে তাদের। যেহেতু দেশের বিভিন্ন প্রন্তের গণপরিবহন সচল হচ্ছে। তারা চাইলেই এখন গণপরিবহন ব্যবহার করে বাড়ি যেতে পারে।