ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর একাডেমীক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বোচ্চ মেধা-তালিকায় পুরষ্কৃত হলেন (Vice chancellor’s Honor List) মেধাবী ছাত্র ও তরুণ উদ্যোক্তা কাজী মন্জুর এ এলাহী রুহিন।
বর্তমানে তিনি ঢাকায় ইংলিশ মিডিয়াম ( O/A level ) এর একটি কোচিং সেন্টার পরিচালনা করছেন।
তিনি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ১০০ পার্সেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর একাডেমীক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার সহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষকগণ ।