বেরোবি প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপর পুলিশি বর্বর হামলা চালানোর প্রতিবাদে রংপুরে অবস্থানরত শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একত্রিত হয়ে পার্কের মোড়ে কর্মসূচি পালন করেন।
শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবীর আন্দোলনে এরকম হামলার ঘটনাকে আমরা নিন্দা জানায়।শিক্ষার্থীদের উপর এরকম ন্যাক্কারজনক হামলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোন ভাবেই কাম্য নয়।
শিক্ষার্থীরা আরও বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি এবং হামলাকারীদের দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সরকার ও ইউজিসিকে অনুরোধ জানায়।
উল্লেখ্য, ১৬ জানুয়ারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের উপস্থিতিতে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা চালানো হয়। এবং সহিংসতার ঘটনায় ৫০ জনের উর্ধ্বে সাধারণ শিক্ষার্থী আহত হয়। তারমধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আই.সি.ইউতে নিতে হয়। #






