ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, যে কোন পণ্যের দাম বাড়লে তাৎক্ষণিক কার্যকর হলেও দাম কমলে তা সপ্তায়ও কার্যকর হয় না ।
তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ঘোষণা বাজার পৌঁছায়নি। ফলে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এভাবেই সিন্ডিকেটের কাছে জনগণ জিম্মি।
৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইউনুছ আহমাদ বলেন, এমনিতেই দেশের সাধারণ মানুষের আয় বাড়েনি। অথচ নিত্যপণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত লোডশেডিং, ঘুষ, দুর্নীতির মহোৎসব, টেন্ডারবাজি ও পরিবহন সেক্টরে ভাড়া বৃদ্ধি মানুষের জীভনকে দুর্বিষহ করে তুলেছে। বিভিন্ন সেক্টরে সরকারি দলের নেতাদের চাঁদাবাজির কারণে মানুষ অসহায় জীভন যাপন করছে।
তিনি বলেন, নানাবিধ সমস্যায় নিপতিত দেশের জনগণ। এমতাবস্থায় সরকারের উচিত ছিল দুর্নীতি, লুটপাট, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করে বন্ধ করে মানুষের স্বাভাবিক জীবন যাপন নিশ্চিত করা।