এম ওমর ফারুক আজাদ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে একশো শিশু-কিশোরকে পুরস্কৃত করেছে গাঙচিল মাগুরা জেলা।
শনিবার (০২ এপ্রিল) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ’র ব্যবস্থাপনায় শিশু-কিশোরকে পুরষ্কার, সাহিত্যানুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও সাহিত্য সম্মেলনের আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয় ।
বীরমুক্তিযোদ্ধা সাহিত্যরত্ন পরেশ কান্তি সাহার সভাপতিত্বে জেলা প্রশাসনের পক্ষে সম্মেলনটির উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন কবির। এতে প্রধান অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল হাকিম বিশ্বাস ও প্রধান বক্তা ছিলেন গাঙচিল খুলনা বিভাগের সমন্বয়ক মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাঙচিল রাজশাহী বিভাগেরবসমন্বয়ক কবি মাহমুদুল আলম চৌধুরী, মেহেরপুর জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ড. এ আর মোল্লা বাবুল রশিদ, কবি আব্দুল হাকিম, দক্ষিণ বাংলা লেখক ফোরাম মাগরা জেলা সভাপতি কবি রহমান তৈয়ব ও গাঙচিল যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রহিম বাদশাহ।
বক্তব্য রাখেন কবি বলরাম বসাক, করি কবিরুজ্জামান,কবি রফিক হানজালা, কবি দুলারফিন, গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন প্রমুখ।
শ্রীপুর বাহিনীর উপঅধিনায়ক মোল্লা নবুয়ত আলী, ভাষাসৈনিক খান জিয়াউল হক ও কবি বি এম এ হালিমকে মরোনোত্তর গাঙচিল বিনম্র শ্রদ্ধা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ২৩ টি ফ্রি প্রাইমারি স্কুল ও হাই স্কুলের ১০০জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। শিশু কিশোর দের সঙ্গে তাদের অভিভাবকদের আগমনে সম্মেলন স্থলটি প্রাণবন্ত হয়ে ওঠে। সম্মেলনটি শিশু কিশোর দের কবিতা ও গানে মুখরিত হয়। আপায়নের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি।
এন.এইচ/